তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন : ড. এমএ কাইয়ুম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসন থেকে দলটির মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় নির্বাচনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এমএ কাইয়ুম বলেন, ‘তারেক রহমান যাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন, সবাই তাদের ভোট দেবেন। বাড্ডার সর্বস্তরের মানুষ ধানের শীষে ভোট দেবে বলে আমি মনে করি। বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে এই এলাকা থেকে নির্বাচন করেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘বাড্ডায় আজকে যে বড় বড় বিল্ডিং দেখছেন, এখানে ৯১-এর আগে কোনো কিছুই ছিল না। এখানে ছিল শুধু প্রস্তাবিত প্রকল্প। এই এলাকায় বিল্ডিং তৈরি করার একমাত্র অবদান বিএনপির এবং বেগম খালেদা জিয়ার।’ বাড্ডা এলাকায় বেগম খালেদা জিয়া শুধু বিল্ডিং উঠাননি; গ্যাস, পানি বিদ্যুতের ব্যবস্থা করেছেন বলেও জানান বিএনপির এই নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসন থেকে দলটির মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় নির্বাচনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এমএ কাইয়ুম বলেন, ‘তারেক রহমান যাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন, সবাই তাদের ভোট দেবেন। বাড্ডার সর্বস্তরের মানুষ ধানের শীষে ভোট দেবে বলে আমি মনে করি। বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে এই এলাকা থেকে নির্বাচন করেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘বাড্ডায় আজকে যে বড় বড় বিল্ডিং দেখছেন, এখানে ৯১-এর আগে কোনো কিছুই ছিল না। এখানে ছিল শুধু প্রস্তাবিত প্রকল্প। এই এলাকায় বিল্ডিং তৈরি করার একমাত্র অবদান বিএনপির এবং বেগম খালেদা জিয়ার।’
বাড্ডা এলাকায় বেগম খালেদা জিয়া শুধু বিল্ডিং উঠাননি; গ্যাস, পানি বিদ্যুতের ব্যবস্থা করেছেন বলেও জানান বিএনপির এই নেতা।
What's Your Reaction?