বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলায় বেকসুর খালাস পাওয়ায় সিলেটে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আনন্দ মিছিল শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন শাহ নেওয়াজ বখত তারেক।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের রায়ে তারেক রহমান সুবিচার পেয়েছেন। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ব্যক্তিগত আক্রোশে তাকে এ মামলায় জড়িয়েছিলেন। এর মাধ্যমে আধিপত্যবাদী শক্তি তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে মাইনাস করার চক্রান্ত করেছিল। কিন্তু আদালতের রায়ে তাদের সে চক্রান্ত ভেস্তে গেছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ।’
সমাবেশ ও মিছিলে সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলার সিনিয়র সহসভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুহেব, জেলা সহসভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর, মহানগর সহসভাপতি প্রাণেশ দে, জেলা সহসভাপতি আলাল আহমদ, জেলা সহসভাপতি জুবায়ের আহমদ, মহানগর সহ-সভাপতি সুরুজ আলী, মহানগরের ১ম যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলার ১ম যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, মহানগর যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগর যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ, জেলা যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক চৌধুরী শামীম, মাসুক আহমদ, দুলাল আহমদ, মহানগর যুগ্ম সম্পাদক ইসহাক আহমদ, এম এ সালাম, আহমেদ খান জুনেদ, জাহিদ হাসান, হাবিবুর রহমান হাবিব, জেলার যুগ্ম সম্পাদক শেখ সাকিব ইসলাম, খালেদ আহমদ, লুৎফুর রহমান, মো. মোস্তাক আহমদ, জেলার সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।