তারেক রহমানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা

6 hours ago 4

লক্ষ্মীপুরের কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। ১৮৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।

সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ হলরুমে এ নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় নিজান বলেন, ৫ আগস্টের পর সারা দেশে ভয়াবহ বন্যায় তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে ছিলেন। উপজেলার চর কাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে ক্ষতিগ্রস্তদের প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, কমলনগরে বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে দেড় মাস পানিতে নেমে কাজ করেছেন। বিভিন্ন ত্রাণ, খাদ্য সহায়তা দিয়েছেন। আমি নিজেও আপনাদের মাঝে ছিলাম। এ সময় বেগম জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন, যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ দোলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেলিম, মহিলা দলের সভাপতি হোসনে আরা বাসার, ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়াসহ প্রমুখ।

এবিএম আশরাফ উদ্দিন নিজান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, সহ শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সাবেক দুবারের সংসদ সদস্য।

Read Entire Article