তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবি যুবদল সভাপতির

3 days ago 10

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে ‘রাজনৈতিক, মিথ্যা ও সাজানো’ উল্লেখ করে অবিলম্বে সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। একই সঙ্গে সকল গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তিনি।

সোমবার (১৮ নভেম্বর) ফরিদপুরে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানান যুবদল সভাপতি। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সংগঠন তিনটির দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

যুবদল সভাপতি মুন্না বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাদের সেসব কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই আওয়ামী লীগ যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায়-জুলুম করা যাবে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছেন। তাই  শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হচ্ছে না।

মোনায়েম মুন্না বলেন, দেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিতে উন্মুখ। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজা তরুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাহরিয়ার সিথিল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সবুজ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক।

এতে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা, মহানগর ও এর আওতাধীন বিভিন্ন উপজেলা-থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Read Entire Article