তারেক ৫২২ ঘণ্টা অনশন করলেও কমিশনের কিছু করার নেই: ইসি সচিব

3 hours ago 4

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টারও বেশি সময় নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। তবে এ কর্মসূচি আরও দীর্ঘ হলেও কমিশনের কিছু করার নেই বলে মন্তব্য করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, ৫২২ ঘণ্টা হলেও (অনশন করলেও) কিছু করার নেই। আপনি আমাকে বলেন... ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো... ইউ গট মাই আনসার (নির্বাচন কমিশন কি আইন অনুযায়ী চলবে? তাহলে আপনি আমার উত্তর পেয়ে যাবেন।)

আরও পড়ুন
টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন 
তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান ইসি সচিবের 

এরপর অনশনরত তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কীভাবে হয়েছে? এটা আমি মানতে পারছি না।

ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, কেউ আর যোগাযোগ করেনি। সেদিন (বৃহস্পতিবারে) যে একজন উপসচিব এসেছিলেন, তিনি যে গিয়েছেন আর কেউ এরপর আসেননি। কেউ যোগাযোগ করেননি।

এমওএস/কেএসআর/জিকেএস

Read Entire Article