তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যায় দুই মামলা

2 months ago 7

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল তালগাছটি শুক্রবার (২৭ জুন) বিকেলে একদল পাষণ্ড ব্যক্তি কেটে ফেলে।

জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান, তালগাছ কাটার ঘটনায় ঝালকাঠি সদর থানায় মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেন নামের তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আরকটি মামলা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির তালগাছটিকে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তি কিনে নেন। গাছটি কাটার ফলে শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়।

স্থানীয় জাহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, তালগাছটি শুধু একটি গাছ ছিল না, ছিল একটি প্রাণীবৈচিত্র্যের কেন্দ্র। যারা এই কাজটি করেছেন, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছেন।

মো. আতিকুর রহমান/এসআর/এমএস

Read Entire Article