তালিকাভুক্ত ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

4 weeks ago 18

রাজধানীর দারুস সালাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. হারুন (৩৮), মো. রাজু শেখ (৫০) ও মো. আরিফ (৩৯)।

 

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানের ডিউটি করছিল দারুস সালাম থানার টহল টিম। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কতিপয় ছিনতাইকারী ছিনতাইয়ের জন্য রাস্তায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল টিম অভিযান পরিচালনা করে হারুন, রাজু ও আরিফ নামের তিনজনকে গ্রেপ্তার করে। তাদের তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Entire Article