তিতাসে নির্মাণাধীন বিদ্যালয়ের মালপত্র চুরি, নির্মাণকাজ বন্ধ

3 weeks ago 19

কুমিল্লার তিতাসে নির্মাণাধীন শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালপত্র চুরির ঘটনায় নির্মাণকাজ বন্ধ রয়েছে। উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনে এ চুরির ঘটনা ঘটে।

শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা পারভীন কালবেলাকে বলেন, চুরি হয়েছে ঠিক। চুরির বিষয়টি আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। আমাদের স্কুল টাইম সকাল ৯টা থেকে সোয়া ৪টা পর্যন্ত। আমরা চলে গেলে দপ্তরি কাম নৈশপ্রহরী রাত ৮টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত থাকে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে স্কুলের দপ্তরি কাম নৈশপ্রহরীর ডিউটি হচ্ছে ২৪ ঘণ্টা। কিন্তু ২৪ ঘণ্টা ডিউটি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। চুরি মূলত রাতে হয়। শুনেছি নির্মাণাধীন ভবনের রড ও নির্মাণ সরঞ্জামসহ মালপত্র চুরি হয়েছে। চুরির ঘটনার পর থেকে ঠিকাদার নির্মাণকাজ বন্ধ রেখেছে।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরা লাগানো হয়েছে চোর ধরতে। কিন্তু সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে। স্কুলের ফ্যান ও নেট চুরি করে নিয়ে গেছে। উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি কিশোরী ক্লাব রয়েছে। মজিদপুর ইউনিয়নের কিশোরী ক্লাব আমাদের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরশুদিন দেখি কিশোরী ক্লাবের তালা ভেঙে স্টিলের কেবিনেট চুরি করে নিয়ে গেছে।

উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, মালপত্র চুরির অভিযোগে বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read Entire Article