তিতুমীর কলেজে পানির ফিল্টার স্থাপন করল ছাত্রদল

2 hours ago 4
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে ২টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ছাত্রদল। কলেজের তোলপাড় ক্যান্টিন ও অপরাজিতা মেয়েদের হলে ২টি সুপেয় নিরাপদ পানির ফিল্টার স্থাপন করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জলিল আদিক।  সোমবার (২২ সেপ্টেম্বর) এসব ফিল্টার স্থাপন করা হয়। এর আগে আদিকের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।   সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ তাহমিনা ইসলাম বলেন, পানির অপর নাম জীবন। ছাত্রদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতেও ছাত্রদের এই সেবার মনোভাব ধরে রাখার আহ্বান জানান তিনি।  কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক ও আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের বিশুদ্ধ পানির খুব অভাব। শহরের বাইরের থেকে শিক্ষার্থীরা প্রথম ঢাকায় এসে সুপেয় পানির অভাবে বেশিরভাগ জন্ডিসে আক্রান্ত হয়। সুপেয় পানির এই উদ্যোগ নেওয়ার জন্য ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি।  জলিল আদিক বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। সুপেয় পানির জন্য ফিল্টার দিয়েছি। সংগঠন হিসেবে আমরা তিতুমীরের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। তিতুমীর কলেজে ছাত্রবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ভবিষ্যতেও ছাত্রদল কাজ করে যাবে। প্রতিহিংসা নয়, বরং প্রতিযোগিতার রাজনীতি করবে ছাত্রদল।
Read Entire Article