পিছিয়ে পড়ে লা লিগায় মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তার পরও তাদের আক্ষেপ হয়তো অন্যখানে- বাতিল হয়েছে তিন গোল!
মৌসুমে প্রথমবার গোল করতে ব্যর্থ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য ফরাসি তারকার গোল বাতিল হয়েছে দুটি। বাতিল হওয়া অপর গোলটি ছিল আর্দা গুলেরের। তাই বার্নাব্যুতে তাদের জিততে ঘাম ঝরাতে হয়েছে। ১৮ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দেন ভেদাত মুরিকি।
খেলার পঞ্চম... বিস্তারিত