তিন-চার বছর নয়, তিন মাস-ছয় মাসের পরিকল্পনা করছেন সাকিব

2 days ago 6

বিশ্বকাপটা ছিল খুবই হতাশার। একটিমাত্র ম্যাচে ব্যাট কথা বলেছে সাকিব আল হাসানের। এছাড়া পুরো টুর্নামেন্টে না ব্যাট হাতে, না বল হাতে নিজের দ্যুতি ছড়াতে পেরেছিলেন সাকিব আল হাসান! বিশ্বসেরা এই অলরাউন্ডারের পারফরম্যান্সে যারপরনাই হতাশ তার ভক্ত-সমর্থকরা।

বিশ্বকাপের পর দেশে এসে আবারও নতুন লিগ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যাওয়ার আগ মুহুর্তে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাকিব। সেখানে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয় সাকিবের কাছে।

সাকিব আল হাসান বলেন, ‘দীর্ঘসময়ের কোন পরিকল্পনা নেই। আপাতত পরিকল্পনা হচ্ছে, যে দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি। এরপরই থাকবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, যেটা কানাডাতে। পরপর এই দুইটা টুর্নামেন্ট খেলি, এরপর দেখি নিজের কী অবস্থা।’

‘এরপর তো দেশের জন্য তো আন্তর্জাতিক ক্রিকেট যেটা আছে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। আপাতত পরিকল্পনা এতটুকুই। খুব বেশি আসলে পরিকল্পনা করিনি। নিজের বোঝার দরকার আছে ’

‘এখন আসলে ওরকম সময় নেই তিন বছর, চার বছর পরিকল্পনা করার। আমার মনে হয় তিন মাস, ছয় মাস পরিকল্পনা করাটাই ভালো। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্ত পরিকল্পনা আছে।’

এআরবি/আইএইচএস

Read Entire Article