তিন জাতীয় নেতার সুস্থতা কামনায় দোয়া চাইলেন আতাউর

হাসপাতালে চিকিৎসাধীন দেশের তিন বরেণ্য জাতীয় নেতার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ আতাউর রহমান সরকার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। আতাউর রহমান সরকার তাঁর বিবৃতিতে বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর হযরত মাওলানা তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তারা উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, এ তিন নেতার দেশের রাজনীতি ও সমাজ উন্নয়নে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সুস্থতা শুধু পরিবারের জন্য নয়, বরং জাতির জন্যও জরুরি। “দেশ ও জাতির প্রয়োজনে এই বরেণ্য ব্যক্তিদের দ্রুত সুস্থ হওয়া প্রত্যাশা করি। মহান আল্লাহ যেন তাঁদের পূর্ণ আরোগ্য দান করেন”—বিবৃতিতে এ কামনা করেন তিনি। আতাউর রহমান সরকার কসবা-আখাউড়াবাসীসহ জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনসম

তিন জাতীয় নেতার সুস্থতা কামনায় দোয়া চাইলেন আতাউর

হাসপাতালে চিকিৎসাধীন দেশের তিন বরেণ্য জাতীয় নেতার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ আতাউর রহমান সরকার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আতাউর রহমান সরকার তাঁর বিবৃতিতে বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর হযরত মাওলানা তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তারা উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, এ তিন নেতার দেশের রাজনীতি ও সমাজ উন্নয়নে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সুস্থতা শুধু পরিবারের জন্য নয়, বরং জাতির জন্যও জরুরি। “দেশ ও জাতির প্রয়োজনে এই বরেণ্য ব্যক্তিদের দ্রুত সুস্থ হওয়া প্রত্যাশা করি। মহান আল্লাহ যেন তাঁদের পূর্ণ আরোগ্য দান করেন”—বিবৃতিতে এ কামনা করেন তিনি।

আতাউর রহমান সরকার কসবা-আখাউড়াবাসীসহ জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনসমূহের সকল নেতাকর্মী সহ কসবা আখাউড়ার সর্বস্তরের মানুষের নিকট আন্তরিকভাবে দোয়ার আবেদন জানান। তিনি বলেন, “মানবিকতার জায়গা থেকে সকল মতবাদের মানুষকে অসুস্থদের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাই।”

এছাড়া তিনি অসুস্থ নেতাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সঙ্কটময় মুহূর্তে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

বিবৃতিতে আতাউর রহমান সরকার আরও বলেন, অসুস্থতা, দুর্যোগ ও বিপদের সময় সবাইকে রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ব পালন করা উচিত। তিনি দেশবাসীর প্রতি ঐক্য, সততা ও পরস্পরের প্রতি সহানুভূতির চর্চা বাড়ানোর আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow