তিন দল নিয়ে নারী বিপিএল শুরুর পরিকল্পনা বিসিবির

4 hours ago 5
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটকে এগিয়ে নিতে এক ধাপ এগিয়ে আসছে। বিপিএলের আদলে নারীদের জন্য আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। তবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নারী বিপিএল তিনটি দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান নারী ক্রিকেটকে কীভাবে আরও সামনে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিসিবি দীর্ঘদিন ধরে ভাবছে। সেই ভাবনার ফল হিসেবে নারীদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত। প্রথমবারের মতো এটি তিনটি দল নিয়ে হবে এবং টুর্নামেন্টটি খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বিসিবির। ফাহিম আরও যোগ করেন, ‘বিপিএল শেষ হওয়ার পরপরই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। পুরো আয়োজনটি ৮ থেকে ৯ দিনের মধ্যে সম্পন্ন হবে। ইতোমধ্যেই বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি, যারা আগ্রহ দেখিয়েছে। আমরা দেখতে চাই, এই টুর্নামেন্ট নারীদের ক্রিকেটে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।’ তিন দলের মধ্যে সীমাবদ্ধ রাখার কারণ ব্যাখ্যা করে বিসিবি পরিচালক বলেন, ‘প্রথমে চারটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করেছিলাম। তবে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তিনটি দল নিয়ে শুরু করাই যৌক্তিক বলে মনে হয়েছে। আমরা চাই, প্রতিটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক এবং ভালো ফলাফল আসুক।’ নারী ক্রিকেটে উন্নতির নতুন সম্ভাবনা তৈরি করতে বিসিবির এই উদ্যোগ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ক্রিকেট বিশ্লেষকরা আশা করছেন, এই টুর্নামেন্ট নারীদের ক্রিকেটে নতুন গতি যোগ করবে এবং ভবিষ্যতে আরও বড় আকারে আয়োজনের পথ তৈরি করবে।   
Read Entire Article