তিন দিন ধরে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

1 month ago 27

পঞ্চগড়ে সকাল-বিকেল ঝলমলে রোদের মধ্যেও তিনদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও ১০ ডিগ্রির নিচেই ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে প্রতিদিন রোদের কারণে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দিনে স্বস্তি মিলছে জনজীবনে।

রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি।

তিন দিন ধরে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

এর আগে শুক্রবার ৮ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় এই শৈত্যপ্রবাহ। এর প্রভাবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ। তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলমান। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

সফিকুল আলম/এফএ/এমএস

Read Entire Article