তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

3 months ago 45

তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকর। বিশ্ববিদ্যালয় তিনটি হলো- ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আশা ইউনিভার্সিটি। শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের ভিসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক ভিসি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কেএম সালজার হোসেন। এছাড়া, মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রার ফ্যাকাল্টি অব এগ্রিকালচারের প্রাক্তন অধ্যাপক ড. এসএম রেজাউল করিমকে আশা ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই নিয়োগগুলো তিনটি শর্ত সাপেক্ষে কার্যকর হবে। প্রথমত, ভিসিদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর, তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করার ক্ষমতা রাখেন। দ্বিতীয়ত, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। তৃতীয়ত, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন।

Read Entire Article