তিস্তা প্রকল্প বাস্তবায়নে রাবিতে গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন

2 hours ago 4

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন’ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ আয়োজন করেন তারা।

এ সময় তারা, ‘দাবি মোদের একটাই তিস্তা নদীর পানি চাই’, ‘জাগো বাহে কোনঠে সবাই’ স্লোগান দেন। এছাড়া তারা বিভিন্ন গানে গানে প্রতিবাদ জানান।

এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, তিস্তা পানির ন্যায্য হিসাব চাই। সেটা হোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উঁচু বাঁধ নির্মাণ করে বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে। আমাদের দাবি একটায় তিস্তার পানি চাই।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী স্বায়ন্তী বলেন, তিস্তা বাঁচাও, এটা আমাদের অধিকার। দীর্ঘ দিনের খরস্রোতার তিস্তা আজ মরুভূমিতে পরিণত হয়েছে। যখন পানির প্রয়োজন তখন নেই। যখন প্রয়েঅজন নেই তখন পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছে। আমাদের ন্যায্য হিস্যা ফিরিয়ে দিতে হবে।

সিনেট ছাত্র প্রতিনিধি ফাহিম রেজা বলেন, তিস্তা আমাদের প্রাণের দাবি, আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে এই নদী। কৃষকের জমিতে পানি না থাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। অথচ আমাদের তথাকথিত ‘বন্ধু রাষ্ট্র’ ভারতের সঙ্গে করা তিস্তা পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন আজও হয়নি। চুক্তির নামে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কিছুই পাইনি।

আন্দোলনে সংহতি জানিয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, যদি বাইরের কেউ এসে পানি সম্পদ এবং নদী নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে, তা কখনই আমরা মেনে নেব না। তিস্তা ও ফারাক্কা সংক্রান্ত সিদ্ধান্তে বাংলাদেশকে উপেক্ষা করে অন্য কোনো পক্ষের নির্দেশ মানা হবে না।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিন্ন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/এএইচ/এএসএম

Read Entire Article