তীব্র গরমে এক পশলা স্বস্তির বৃষ্টি

3 months ago 6

আগামীকাল শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে সারাদেশ। ঈদ উপলক্ষে ঘরে ফিরছে সব শ্রেণি-পেশার মানুষ। সড়কে তীব্র যানজট তো আছেই, বৈরি আবহাওয়া ভোগান্তি আরও বাড়িয়েছে। তবে রাজধানীতে তীব্র দাবদাহের মাঝে হয়ে গেলো এক পশলা স্বস্তির বৃষ্টি।

শুক্রবার (৬ জুন) ভোর থেকে সড়ক, রেল ও নৌপথে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষরা। সঙ্গে রয়েছে পরিবার-পরিজন। সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে ভিড় লক্ষ্য করা গেছে। গরমের মধ্যে কাউন্টারে গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন কেউ কেউ।

তীব্র গরমে এক পশলা স্বস্তির বৃষ্টি

এর মাঝে তীব্র যানজট, রোদের তাপ, মানুষের চাপে যখন হাঁসফাঁস অবস্থা তখন হয়ে গেলো এক পশলা বৃষ্টি। সাময়িক স্বস্তি এলেও যাত্রীরা বলছেন, গরম আরও বাড়বে।

দিনাজপুরগামী যাত্রী আকরাম বলেন, রোদের তাপের চেয়ে বৃষ্টি অনেক ভালো। যে অবস্থা ছিল অনেকের হিটস্ট্রোক হতে পারতো। স্বস্তি মিলেছে গরুর হাটেও।

এসইউজে/এসএনআর/এএসএম

Read Entire Article