তীব্র তাপপ্রবাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি

3 months ago 26

টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর বৃষ্টি হয়েছে ময়মনসিংহে। ফলে স্বস্তি ফিরেছে প্রাণ-প্রকৃতিতে।

শনিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে নগরীর বিভিন্ন এলাকা ও বেশ কয়েকটি উপজেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টি হয়েছে বেলা ১২টা পর্যন্ত। এরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে দুপুর দেড়টা পর্যন্ত।

এ সময়ে কিছু নিচু এলাকায় সামান্য পানি জমে কিছুটা ভোগান্তি সৃষ্টি হলেও তীব্র তাপপ্রবাহের পর স্বস্তি প্রকাশ করছে সবাই।

সকাল ৮টা থেকেই ময়মনসিংহের আকাশ অনেকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতও শুরু হয়।

তীব্র তাপপ্রবাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি

নগরীর স্টেশন রোড এলাকার বাসিন্দা আব্দুল হাফিজ জাগো নিউজকে বলেন, কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ ছিলাম। হঠাৎ বৃষ্টি হওয়ায় আবহাওয়া পুরপুরি ঠাণ্ডা হয়েছে। এতে প্রাণীকূলে স্বস্তি ফিরেছে।

মাদরাসা কোয়ার্টার এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, বৃষ্টিতে কিছুটা পানি জমলেও কিছু পরেই তা নামতে শুরু করে। কিন্তু বৃষ্টি হওয়ায় সবাই খুশি। কয়েকদিন প্রচণ্ড গরমে সবাই অতিষ্ঠ ছিল। অনেকে বৃষ্টিতে গা ভিজিয়ে শীতল হাওয়া উপভোগ করছে।

রিকশাচালক আব্দুল কাদির বলেন, গরমের কারণে স্বস্তি নিয়ে রিকশা চালানো যায়নি। যাত্রী নিয়ে কোথাও যাওয়ার পর আবার বিশ্রাম নিতে হয়েছে। রাস্তার পাশে বিক্রি করা আখের রস কিংবা দোকান থেকে ঠাণ্ডা পানি কিনে খেয়ে বারবার তৃষ্ণা মেটাতে হয়েছে। বৃষ্টির সময় রিকশা চালিয়েছি। এতে ভাড়াও বেশি পেয়েছি। এখন শীতল আবহাওয়া অনুভূত হচ্ছে।

তীব্র তাপপ্রবাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি

ময়মনসিংহ আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বৃষ্টির পর তাপমাত্রা নেমে এসেছে ৩২ ডিগ্রিতে।

ময়মনসিংহ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান বলেন, শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বজ্রপাত হয়েছে। গরমের পর সবাই স্বস্তির বৃষ্টি উপভোগ করেছে। আগামী কয়েক দিনও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/এমএস

Read Entire Article