তীব্র বিরোধ; বিএনপির প্রার্থী বদল হতে পারে যেসব আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে তীব্র বিভেদ সৃষ্টি হয়েছে। তৃণমূলে মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ, কয়েকটি আসনে পাল্টা কর্মসূচি এবং সম্ভাব্য প্রার্থীদের দুর্বল অবস্থান নিয়ে নীতিনির্ধারকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। দলীয় সূত্র জানায়, ঘোষিত ২৩৬ আসনের মধ্যে অন্তত ৪০টির বেশি আসনে মনোনয়ন নিয়ে বিরোধ চলছে। মনোনয়ন পাওয়া ও বঞ্চিত উভয় পক্ষই এলাকায় প্রচার খরচ করছেন। বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশসহ নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ঘোষিত প্রার্থীদের অনুসারীরাও পাল্টা কর্মসূচি দিচ্ছেন। এতে দলের ভেতর বিভক্তি বাড়ছে এবং প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীসহ অন্যরা লাভবান হচ্ছে বলে তৃণমূলের নেতাদের ধারণা। প্রার্থী–বঞ্চিতদের মধ্যে যোগাযোগহীনতাবিএনপির হাইকমান্ডের নির্দেশনা ছিল—একসঙ্গে মাঠে থাকা ও বঞ্চিতদের সঙ্গে কথা বলে ঐক্য রক্ষা। কিন্তু বেশ কিছু আসনের সম্ভাব্য প্রার্থীরা বঞ্চিতদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছেন না। এতে বিভেদ আরও প্রকট হচ্ছে। বিরোধ সমাধানে গুলশানে একের পর এক বৈঠকআসনভিত্তিক কোন্দল, সম্ভাব্য প্রার্থীদের শক্তি–দুর্বলতা, ব

তীব্র বিরোধ; বিএনপির প্রার্থী বদল হতে পারে যেসব আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে তীব্র বিভেদ সৃষ্টি হয়েছে। তৃণমূলে মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ, কয়েকটি আসনে পাল্টা কর্মসূচি এবং সম্ভাব্য প্রার্থীদের দুর্বল অবস্থান নিয়ে নীতিনির্ধারকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

দলীয় সূত্র জানায়, ঘোষিত ২৩৬ আসনের মধ্যে অন্তত ৪০টির বেশি আসনে মনোনয়ন নিয়ে বিরোধ চলছে। মনোনয়ন পাওয়া ও বঞ্চিত উভয় পক্ষই এলাকায় প্রচার খরচ করছেন। বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশসহ নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ঘোষিত প্রার্থীদের অনুসারীরাও পাল্টা কর্মসূচি দিচ্ছেন। এতে দলের ভেতর বিভক্তি বাড়ছে এবং প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীসহ অন্যরা লাভবান হচ্ছে বলে তৃণমূলের নেতাদের ধারণা।

প্রার্থী–বঞ্চিতদের মধ্যে যোগাযোগহীনতা
বিএনপির হাইকমান্ডের নির্দেশনা ছিল—একসঙ্গে মাঠে থাকা ও বঞ্চিতদের সঙ্গে কথা বলে ঐক্য রক্ষা। কিন্তু বেশ কিছু আসনের সম্ভাব্য প্রার্থীরা বঞ্চিতদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছেন না। এতে বিভেদ আরও প্রকট হচ্ছে।

বিরোধ সমাধানে গুলশানে একের পর এক বৈঠক
আসনভিত্তিক কোন্দল, সম্ভাব্য প্রার্থীদের শক্তি–দুর্বলতা, বঞ্চিতদের অবস্থান ও জনপ্রিয়তা যাচাইয়ে একটি টিম কাজ করছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঘোষিত তালিকা চূড়ান্ত নয়। প্রয়োজন হলে পরিবর্তন হবে। অনেক এলাকায় দুই-তিনজন করে যোগ্য নেতা থাকায় ক্ষোভ দেখা দিয়েছে; তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হচ্ছে।

যেসব আসনে তীব্র বিরোধ
বিক্ষোভ–সমাবেশ, মিছিল বা প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আসন—
চাঁদপুর-২- তানভীর হুদার সমর্থকদের বিক্ষোভ অব্যাহত।
সুনামগঞ্জ-৫- মিজানুর রহমান চৌধুরীকে প্রার্থী করার দাবিতে প্রতিদিন বিক্ষোভ।
কুষ্টিয়া-১ ও ৪- শরিফ উদ্দিন জুয়েল ও শেখ সাদীর সমর্থকদের কর্মসূচি। স্থানীয় নেতাদের মত—প্রার্থী পরিবর্তন না হলে অঘটন ঘটতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া-৪- কবির আহমদ ভুঁইয়ার সমর্থকদের নিয়মিত কর্মসূচি।
নরসিংদী-৪- আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলকে প্রার্থী করার দাবি তুলেছে বড় অংশের নেতাকর্মী।
নাটোর-১- তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দিতে বিক্ষোভ–সমাবেশ।
নারায়ণগঞ্জ-২- সব বঞ্চিত প্রার্থী একজোট হয়ে কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমনকে প্রার্থী করার দাবি তুলেছেন।
গাইবান্ধা-২- সাবেক সচিব আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবি।
চট্টগ্রাম-১২ ও ১৩- এনামুল হক এবং সরওয়ার জামাল নিজামের মনোনয়নে আন্দোলন চলছে।

আরও যেসব আসনে বিরোধ চলমান
চট্টগ্রাম-৪ ও ১৬, সিলেট-৬, রংপুর-৩, সাতক্ষীরা-২ ও ৩, গাইবান্ধা-৪, ঠাকুরগাঁও-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, কুড়িগ্রাম-২, নোয়াখালী-৫, নীলফামারী-৪, দিনাজপুর-২, হবিগঞ্জ-৪, জয়পুরহাট-১ ও ২, ময়মনসিংহ-৩, ৬, ৯ ও ১১, মুন্সীগঞ্জ-২, কুমিল্লা-৫, ৬ ও ১০, রাজশাহী-৪ ও ৫, রাজবাড়ী-২, নওগাঁ-১, ৩ ও ৪, পাবনা-৪, মৌলভীবাজার-২সহ আরও বেশ কিছু আসনে আন্দোলন অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow