ফরিদপুরের আলফাডাঙ্গায় অটোভ্যানের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। এসময় এক যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজছাত্রসহ উভয় পক্ষের দুইজন গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে সেখানে এক পক্ষের লোকজন হামলা করে আহত ব্যক্তিকে গুরুতর আহত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকিরসহ (২৪) তার তিন ভাই জন্মনিবন্ধন করার জন্য অটোভ্যানে গোপালপুর বোর্ড অফিসের সামনে যান। এসময় একই ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজার ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রিফাত হোসেনসহ (২৬) সহপাঠীরা সেখানে দাঁড়িয়ে ছিলেন। মোহাম্মাদের অটোভ্যানের হর্ন দেওয়া নিয়ে চালকের সঙ্গে রিফাতদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রিফাত হোসেন ও মোহাম্মাদ ফকিরের মাঝে সংঘর্ষ বাধে।
এসময় মোহম্মাদ ফকির রিফাত হোসেনের বাম পাশের কান কামড়ে ছিঁড়ে ফেলেন। আহত অবস্থায় রিফাতকে সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। আহত মোহাম্মাদকে তার ভাইয়েরা হাসপাতালে আনলে রিফাতের বন্ধুরা তাদের ওপর হামলা চালান। হামলায় আহত মোহাম্মাদ গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন কে বি নয়ন/এফএ/এমএস