তুরস্ক থেকে দেশে ফিরেছেন ৩০ হাজারের বেশি সিরীয় নাগরিক

17 hours ago 5

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। ফলে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর যারা বিভিন্ন দেশে পালিয়ে গেছিলেন তারা এখন নিজ দেশে ফিরতে শুরু করেছেন।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার সিরীয় নাগরিক তুরস্ক থেকে নিজ দেশে চলে গেছেন। তুরস্ক সিরিয়ার প্রায় ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল।

২০১১ সালে লাখ লাখ মানুষ সিরিয়া থেকে পালিয়ে যায়। ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পালিয়ে যাওয়ার পর আশা করা হচ্ছে তাদের মধ্যে বহু মানুষ ফের নিজ দেশে ফিরে আসবেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, ফিরে যাওয়া লোকের সংখ্যা ত্রিশ হাজার ৬৬৩ জন।

এর আগে গত মঙ্গলবার ২৫ হাজারের বেশি সিরীয় নাগরিক তুরস্ক থেকে দেশে ফিরেছে।

সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তুরস্ক এখন সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করছে। দেশটি আশা করছে, দামেস্কে ক্ষমতার পরিবর্তন তাদের অনেককে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

Read Entire Article