তুরস্কে অবৈধ মদ উৎপাদনের অভিযোগে ১২১ জন গ্রেফতার

3 weeks ago 9

তুরস্কে অবৈধভাবে মদ উৎপাদনের অভিযোগে ১২১ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ৩৩ হাজার ৫৫৪ লিটার চোরাই মদ জব্দও করা হয়েছে।

উচ্চমূল্য ও কর বৃদ্ধির ফলে তুরস্কে গোপনে মদ তৈরি করার প্রবণতা বেড়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিষাক্ত মদ পানে অন্তত ১৫২ জনের মৃত্যু হয়েছে।

ইয়েরলিকায়া জানান, গত দুই সপ্তাহে তুরস্কের বিভিন্ন প্রদেশে অভিযান চালানো হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় ধরপাকড় হয়েছে ইস্তাম্বুল ও পর্যটনকেন্দ্র আন্তালিয়া শহরে।

তিনি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, আমাদের পুলিশ দল ১২১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং ৩৩ হাজার ৫৫৪ লিটার চোরাই মদ জব্দ করেছে।

মন্ত্রী আরও বলেন, গোপনে মদ উৎপাদন শুধু অপরাধ নয়, এটি একটি প্রাণঘাতী ফাঁদ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তিনি জনগণকে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে তা কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানান।

চোরাই মদে প্রায়ই মিথানল মেশানো হয়, যা একটি বিষাক্ত রাসায়নিক। এটি অন্ধত্ব, যকৃতের ক্ষতি এমনকি মৃত্যুও ঘটাতে পারে।

সূত্র: এএফপি

এমএসএম

Read Entire Article