তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

1 month ago 25

তুরস্কের ইস্তাম্বুল শহরে গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন ৩৩ বছর বয়সী এক বন্দুকধারী। রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটান বাহতিয়ার আলাদাগ নামে ওই যুবক।

সোমবার তুরস্কের গণমাধ্যম জানায়, বন্দুকধারী গুলি চালিয়ে নিজের বাবা-মা, স্ত্রী ও ১০ বছরের ছেলেকেও হত্যা করেছেন। পরে তিনি নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গুলি চালানোর পরপরই ওই ব্যক্তিকে তার গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি নিজ পরিবারের আরও দুই সদস্যকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে গোলাগুলির এই ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে বলে জানায় স্থানীয় প্রশাসন। যদিও সোমবার সকালের দিকে স্থানীয় কর্মকর্তারা ইস্তাম্বুলের একটি হ্রদের কাছে আলাদাগের স্ত্রী, ছেলে ও তার শাশুড়ির মরদেহ পাওয়ার তথ্য জানান।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা কর্মসূচি স্মল আর্মস সার্ভের (এসএএস) তথ্য অনুযায়ী, তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মাঝে দেশটির সাধারণ জনগণের হাতে এক কোটি ৩২ লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, যার বেশিরভাগই অবৈধ।

সূত্র: এএফপি

এসএএইচ

Read Entire Article