তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের আশ্বাস

2 months ago 7

তুলা আমাদনির ওপর ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার এবং করপোরেট করের হার ১৫ শতাংশে বহাল রাখাসহ টেক্সটাইল মিল মালিকদের কয়েকটি দাবি পুনর্বিবেচনা করা আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল শিল্প উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে টেক্সটাইল খাতের নেতারা ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার এবং কর্পোরেট আয়কর ১৫ শতাংশে বহাল রাখার দাবি জানান। তাদের এ দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে, আগামীকাল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মতামত বা দিকনির্দেশনা দেবে মন্ত্রণালয়।

আইএইচও/বিএ/জেআইএম

Read Entire Article