তৃতীয় দিনেই বাজিমাত ‘সিতারে জামিন পার’

2 months ago 5

তিন বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’ মুক্তির পর প্রথম দুদিন বক্স অফিসে খুব একটা উজ্জ্বল ছিল না। তবে তৃতীয় দিনেই যেন নতুন গতি পেল ছবিটি। এখন বলা হচ্ছে, এই সিনেমার মধ্য দিয়েই দুর্দান্তভাবে কামব্যাক করলেন আমির।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে ‘সিতারে জামিন পার’ ছবিটির আয় হয়েছে প্রায় ৫৮.৯০ কোটি রুপি। প্রথম দিনে আয় ছিল প্রায় ১০.৭০ কোটি, দ্বিতীয় দিনে প্রায় ২০.২০ কোটি আর তৃতীয় দিনে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ কোটি রুপিতে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, অফিসিয়ালি হিসাব করলে প্রথম সপ্তাহান্তেই ছবিটি ৬০ কোটির ঘর ছুঁয়ে ফেলেছে।

যদিও এখনো প্রযোজনার খরচ পুরোপুরি উঠে আসেনি, তবুও শুরুটা যেভাবে হয়েছিল, তুলনায় বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে সিনেমাটি। আর তাতেই খানিকটা স্বস্তিতে নির্মাতা ও প্রযোজকরা।

অনেকে ছবিটিকে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জামিন পার’–এর সিক্যুয়েল ভাবলেও, এটি মূলত হলিউডের জনপ্রিয় ছবি ‘চ্যাম্পিয়ন্স’–এর হিন্দি রিমেক। তবে নাম ও আবেগের জায়গায় মিল থাকায় দর্শকদের মধ্যে একটা নস্টালজিয়ার ছোঁয়া তো রয়েছেই।

সব মিলিয়ে, তিন বছর পর আমির খানের পর্দায় ফেরা দর্শক-সমালোচক উভয়ের কাছেই এখন বেশ আলোচনার বিষয়। এবার দেখার পালা, প্রথম সপ্তাহের পর সিনেমাটি বক্স অফিসে কতদূর এগোতে পারে।

Read Entire Article