তৃতীয় বাংলাদেশি হিসেবে ১০ হাজারি ক্লাবে মুমিনুল

3 months ago 36

দারুণ খেলছিলেন। দেখেশুনে ফিফটিও তুলে নেন। কিন্তু এরপরই ছন্দপতন। কাঁটায় কাঁটায় ৫০ রান করে জেডেন সিলসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুমিনুল হক। রিভিউ নিয়েছিলেন কাজ হয়নি।

অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরলেও মুমিনুল রোববার ঠিকই বড় এক মাইলফলকে নাম লিখিয়ে ফেলেছেন। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

টেস্ট শুরুর আগে মাইলফলক থেকে ৪৫ রান দূরে ছিলেন। ৫০ রানের ইনিংস খেলে মুমিনুলের প্রথম শ্রেণির ক্রিকেটে এখন রান ১০ হাজার ৫।

মুমিনুলের আগে এই মাইলফলকে পা রেখেছেন বাংলাদেশের দুজন-তুষার ইমরান আর নাইম ইসলাম। এর মধ্যে তুষার ১১ হাজারি ক্লাবেরও সদস্য। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান ১১ হাজার ৯৭২। নাইমের রান ১০ হাজার ৮৪৭।

এমএমআর/জেআইএম

Read Entire Article