আবারও স্থগিত করা হয়েছে রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি এ সমাবেশ হওয়ার কথা ছিল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর ফলে তৃতীয়বারের মতো এ সমাবেশ স্থগিত করা হলো। এদিকে সমাবেশ সফল করতে এরই মধ্যে নেতাকর্মীরা দলীয় কার্যালয়সহ বিভিন্নস্থানে একাধিক প্রস্তুতি সভা ও বৈঠক করেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ২৩ ফেব্রুয়ারি সমাবেশ স্থগিত করার মাধ্যমে তৃতীয়বারের মতো স্থগিত হলো সমাবেশ। ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির বর্ধিত সভা রয়েছে। যে কারণে কেন্দ্র থেকে সমাবেশ স্থগিত রাখতে বলেছে। তবে পরবর্তীতে কবে সমাবেশ হবে, এরকম কোনো নির্দেশনা দেয়নি।
জানা গেছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিস্ট মোকাবেলার লক্ষ্যে কেন্দ্রঘোষিত এ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। গত ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হলেও পরে স্থগিত করে ১৯ ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করা হয়। পরবর্তীতে দ্বিতীয় দফায় স্থগিত করে ২৩ ফেব্রুয়ারি সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু প্রধান অতিথি থাকার কথা ছিল।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম