তেঁতুলিয়ায় আবারও পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

2 hours ago 5
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় পরিত্যক্ত অবস্থায় আবারও উদ্ধার হয়েছে একটি মর্টারশেল।  বুধবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ের পাশে পাথরের সাইট থেকে পরিত্যক্ত এ মর্টারশেলটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে বাংলাবান্ধা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় কালামের পাথরের সাইটে অবিস্ফোরিত মরিচা যুক্ত মর্টার শেল সদৃশ দেখতে পায় পাথর শ্রমিকরা। পরে খবর পেয়ে বাংলাবান্ধা বিওপির সদস্য সেখানে উপস্থিত হয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পরে উদ্ধার হওয়া মর্টাল শেলটি পাথরের সাইটে বেস্টন করে রাখা হয়েছে। দুপুরে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর কালবেলাকে জানান, বাংলাবান্ধায় পরিত্যক্ত অবস্থায় মর্টাল শেল পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেটিকে পাথরের সাইটেই সংরক্ষিত স্থানে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি ভারত-ভুটান থেকে পাথরের সঙ্গে আসতে পারে। উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল উদ্ধার হয়ে সেগুলো নিস্ক্রীয় করা হয়েছে।
Read Entire Article