তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতব্যক্তি নিহত

3 weeks ago 7

রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পাশের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, গতকাল বিকেলে তেজগাঁওয়ের রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারে সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

তিনি জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল লাল রঙের চাদর ও হ্যালো প্যান্ট। প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে প্রকৃতির ছিল। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নামপরিচয় শনাক্ত করা যাবে।

কাজী আল-আমিন/এমআরএম/এমএস

Read Entire Article