তেহরান জ্বালিয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

2 months ago 6
ইরান যদি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, এর জন্য ইরানের জনগণকে, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের ‘চড়া মূল্য দিতে হবে।’ এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। শনিবার (১৪ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর নেতাদের সেঙ্গে পরিস্থিতি নিয়ে এক বৈঠকের পর তাকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের স্বৈরশাসক ইরানের নাগরিকদের জিম্মি করে তুলছেন এবং এমন একটি বাস্তবতা তৈরি করছেন, যেখানে তাদের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের। এ সময় ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর অপরাধমূলক হামলার জন্য ভারী মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদি (আয়াতুল্লা আলি) খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে তেহরান জ্বলেপুড়ে যাবে।’ এদিকে ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত থাকবে বলে দেশটির সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাতে ফার্স জানায়, ‘গত রাতের সীমিত পদক্ষেপের মধ্যেই এই সংঘাত শেষ হবে না। আগ্রাসনকারীদের জন্য এই হামলা হবে যন্ত্রণাদায়ক ও অনুশোচনামূলক।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, আল-জাজিরা ও বিবিসি এ খবর জানিয়েছে। সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, ‘এই যুদ্ধ আগামী দিনগুলোতে ইসরায়েলি শাসনব্যবস্থার দখল করা সব অঞ্চল এবং অঞ্চলের মধ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ছড়িয়ে পড়বে।’
Read Entire Article