তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ

2 months ago 6

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে। এরপরই সেখানে আগুন ধরে যায় এবং কালো ধোয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। 

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার (১৪ জুন) ভোরে অন্তত দুটি মিসাইল বিমানবন্দরটিতে আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

স্থানীয় মেহের নিউজ এজেন্সিও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলেছে, বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের দেশপ্রেমিক সেনাবাহিনী কাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তারা জানাতে পারেনি।

এদিকে 

ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে।

ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে ইসরায়েলের তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরা জানায়, ইরানের হামলায় তেল আবিবে বিস্ফোরণ ঘটেছে এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বেজে উঠেছে।

তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে।

Read Entire Article