তোশক নিয়ে ঝগড়া, চাচার হাতে ভাতিজা খুন

2 months ago 31
চট্টগ্রামের পটিয়ায় মো. রাশেদ নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল (২৩)  নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। নিহতের স্বজনরা জানান, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মায়ের অন্যত্র বিয়ে হয়। সে দাদা-দাদির কাছেই বড় হয়। জালাল উদ্দিন চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকেন। গতকাল রাতে  গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা জালাল ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লিটন চৌধুরী বলেন, রাত ১১টার পর গলাকাটা অবস্থায় রাসেল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর কালবেলাকে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চাচা জালাল উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
Read Entire Article