ত্রিপুরা সম্প্রদায়কে সব ধরনের সহযোগিতার নির্দেশ প্রেস উইংয়ের

13 hours ago 6

বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘরে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বান্দরবান পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে তাদের কর্মকর্তাদের পাঠিয়েছেন। অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করেছে।

তিনি জানান, এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশপ্রধান আজ সকালে ওই গ্রামে যাবেন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পুনর্নির্মাণে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এমইউ/এমআরএম/এএসএম

Read Entire Article