ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বার্তা সামনে রেখে কালুখালীতে ভোটের গাড়ি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালুখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই প্রচারণা দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সেই সময়ের ইতিহাস ও ত্যাগের কথা তুলে ধরা হয়। এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এসব প্রদর্শনী দেখতে উপজেলা কমপ্লেক্স এলাকায় স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সহজ ও আক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালুখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই প্রচারণা দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।
ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সেই সময়ের ইতিহাস ও ত্যাগের কথা তুলে ধরা হয়।
এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
এসব প্রদর্শনী দেখতে উপজেলা কমপ্লেক্স এলাকায় স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও নাগরিকদের কাছে নির্বাচনসংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তারা।
What's Your Reaction?