থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে রাতে ফিরছেন মির্জা ফখরুল

3 months ago 75

থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরছেন মির্জা ফখরুল। বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

মির্জা ফখরুলকে বহনকারী ফ্লাইটটি রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিগত কয়েক বছরে একাধিকবার বিদেশে চিকিৎসা নিতে হয়েছে মির্জা ফখরুলকে। বয়সজনিত নানা জটিলতা ছাড়াও রাজনৈতিক অস্থিরতায় বারবার কারাবরণ এবং দীর্ঘ সময় গৃহবন্দি অবস্থায় থাকার কারণে তার শারীরিক অবস্থা মাঝে মধ্যেই অবনতি ঘটে।

কেএইচ/বিএ/জেআইএম

Read Entire Article