থাইল্যান্ডে বডি ম্যাসাজ নিতে নিতে ঘুমিয়ে যাই : প্রিয়ন্তী উর্বী
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী শুধু অভিনয়েই নয়, ভ্রমণ ও আরামকেও নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মানেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ঘুরতে যাওয়া তার জন্য কতটা আনন্দের এবং কীভাবে থাইল্যান্ডের বডি ম্যাসাজ তাকে বিশেষভাবে মুগ্ধ করে।
উর্বী বলেন, ‘প্রতি বছর একবার থাইল্যান্ডে যেতে ইচ্ছে করে। কারণ থাইল্যান্ডের বডি ম্যাসাজ একেবারে ভিন্ন। আমি কতদিন ম্যাসাজ নিতে নিতে ঘুমিয়ে গেছি, তা ঠিক মনে নেই। বাংলাদেশে ম্যাসাজের দাম পাঁচ হাজার, ছয় হাজার—কিন্তু থাইল্যান্ডের বডি ম্যাসাজ অন্যরকম। এখানে শুধু শরীরের ক্লান্তি দূর হয় না, মনও অনেকটা শান্ত হয়।’
ভ্রমণ ও আরামের পাশাপাশি, প্রিয়ন্তী উর্বী সম্প্রতি নাটকেও দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। সদ্য প্রকাশিত নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী, তাসনুভা তিশা ও প্রান্তর দস্তিদার।
নাটকের গল্প, চরিত্র ও সংলাপ দর্শককে কেবল বিনোদিতই করছে না, বরং অভিনয় ও দৃশ্যধারার মাধ্যমে তাদের মনে দাগ কেটে যাচ্ছে। বিশেষ করে উর্বীর পারফরম্যান্স ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। তার চরিত্রের আবেগ, সংলাপের ভাব ও দৃশ্যধারার সঙ্গে সামঞ্জস্য দর্শককে মুগ্ধ করেছে। চয়নিকা চৌধুরীর দিকনির্দেশনা ও অভিনয়শিল্পীদের মিলে নাটকটি তৈরি করেছে একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।