থাইল্যান্ডে ইন্টার্নশিপ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে, গত বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর কথা জানিয়েছে পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
নিহত জাকারিয়া হোসাইন সাঈদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থী ছিলেন।
অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, সে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় বেশি আহত ছিল না। তার দেহের সব শারীরিক টেস্টের ফলাফল নরমাল ছিল। কিন্তু আজকে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর খবর জানানো হয়। আমরা ধারণা করছি স্ট্রোক বা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যেতে পারে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা তার নিজ বাসা বাকৃবি ফিশারিজ মোড়সংলগ্ন ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে আজ আছরের নামাজের পর অনুষ্ঠিত হবে।
গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ করার সময় সে এবং তার দুই বন্ধু আপন ও রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। বাইকটা সাঈদ চালাচ্ছিল এবং সে গুরুতর আহত ছিল না। তাই দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তার নিজের বাড়িতে চিকিৎসা নিচ্ছিল কেবল বাহ্যিক ইনজুরির। অন্যদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছে এবং আপন গুরুতর অসুস্থ অবস্থায় এখনও থাইল্যান্ডে চিকিৎসাধীন।

2 weeks ago
20









English (US) ·