থাইল্যান্ডের কাছে হারলো ভারত

3 months ago 6

এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার প্রস্তুতি নিতে থাইল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল ভারত। সেখানে গিয়ে লেজেগোবরে পারফরম্যান্স করে ২-০ ব্যবধানে হেরেছে ভারতীয়রা।

বুধবার থাম্মাসাত স্টেডিয়ামে থাইল্যান্ডের কাছে ০-২ গোলে পরাজিত হয়েছে ভারত। বেঞ্জামিন ডেভিস ও পোরামেট আরজভিরাইয়ের করা দুই গোল স্বাগতিকদের সহজ জয় নিশ্চিত করে দেয়। যদিও থাইল্যান্ড এই ম্যাচে কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল।

উভয় দলই আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ কোয়ালিফায়ার সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। যে কারণে দু'দলের কোচই নিজ নিজ দলের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালান।

থাইল্যান্ডের কোচ মাসাতাদা ইশি তার মূল ফরোয়ার্ডদের বিশ্রামে রাখেন। তাতেও তাদের আক্রমণাত্মক ভঙ্গিমা বিন্দুমাত্র কমেনি।

স্বাগতিকদের প্রথম গোলটি আসে ম্যাচের ৮ মিনিটে, দ্বিতীয়টি ৫৯ মিনিটে।

ভারতের পক্ষে লিস্টন কোলাসো মাঝে মাঝে কিছু গতি আনেন। তবে ধারাবাহিক চাপ তৈরি করতে পারেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে অনন্য সুযোগ নষ্ট করেন তিনি। থাই গোলরক্ষক সারানন আনুইনকে একা পেয়েও গোল করতে পারেননি কোলাসো। তার শরীরের ভঙ্গিমা দেখে স্বাগতিক দলের গোলরক্ষক সহজেই বুঝে নেন, কী করতে যাচ্ছেন কোলাসো। যে কারণে ভারতীয় তারকার শট রুখে দিতে কোনো সমস্যা হয়নি থাই গোলরক্ষকের।

বদলি হিসেবে নামা লালিয়ানজুয়ালা আরেকটি ওয়ান-অন-ওয়ান মিস করেন। আনুইনকে কাটিয়ে শট নিলেও তা পোস্টের বাইরে চলে যায়। শেষমেশ ২-০ ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে ভারত।

এমএইচ/

 

Read Entire Article