থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল
জামালপুরের ইসলামপুর থানায় পলিথিন পোড়াতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এক সাংবাদিকের মোটরসাইকেল। শনিবার (১৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পৌর শহরের বেপারিপাড়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩১ হাজার ২৫ কেজি পলিথিন উদ্ধার করা হয়। শনিবার রাতে উদ্ধারকৃত এসব পলিথিন সহকারী কমিশনার (ভূমি) ইফতেরখার আহমেদের উপস্থিতিতে ইসলামপুর থানার ওসি ও যৌথবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে থানা কম্পাউন্ড মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। একপর্যায়ে পলিথিন পোড়ানোর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ইসলামপুর থানার ওসি কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু এক সাংবাদিকের মোটরসাইকেল আগুনের তাপে কিছুটা ঝলসে গেছে।
জামালপুরের ইসলামপুর থানায় পলিথিন পোড়াতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এক সাংবাদিকের মোটরসাইকেল।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পৌর শহরের বেপারিপাড়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩১ হাজার ২৫ কেজি পলিথিন উদ্ধার করা হয়। শনিবার রাতে উদ্ধারকৃত এসব পলিথিন সহকারী কমিশনার (ভূমি) ইফতেরখার আহমেদের উপস্থিতিতে ইসলামপুর থানার ওসি ও যৌথবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে থানা কম্পাউন্ড মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
একপর্যায়ে পলিথিন পোড়ানোর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ইসলামপুর থানার ওসি কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু এক সাংবাদিকের মোটরসাইকেল আগুনের তাপে কিছুটা ঝলসে গেছে।
What's Your Reaction?