থানায় ২০০ বানরের হানা, উদ্ধারে ডাকা হলো অন্য বাহিনী

2 months ago 28
বন থেকে লোকালয়ে বানরের দেখা মেলা স্বাভাবিক ঘটনা। অনেকে আবার বানরকে উত্ত্যক্ত করেও মজা নিয়ে থাকেন। কেউ আবার কাছে পেলে আদরও করেন। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। থানায় হানা দিয়েছে প্রায় ২০০ বানর। পরে অন্য বাহিনী ডেকে সেখান থেকে রক্ষা রয়েছেন পুলিশের কর্মকর্তারা।  সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পুলিশ জানিয়েছে, বানরের তাণ্ডবের কারণে সপ্তাহের বেশি সময় তারা থানায় আটকে পড়েছিলেন। প্রায় ২০০ বানর শহরব্যাপী দাঙ্গা তাণ্ডব চালানোয় এমন পরিস্থিতি পড়েছেন তারা। আর  এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডে।  থাইল্যান্ডের লোপবুরির বাসিন্দারা বানরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ এসব বানরের জন্য বিশেষ ঘরেরও ব্যবস্থা করেছে। তবে শনিবার একদল বানর শহরে ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়।  পুলিশের ক্যাপ্টেন সোমচাই সিডি বলেন, বানরের দল যাতে খাবারের জন্য ভেতরে প্রবেশ না করতে পারে সেজন্য আমাদের জানালা এবং দরজা বন্ধ রাখতে হয়েছে। কেননা বানর ভেতরে প্রবেশ করলে তারা সম্পত্তিসহ বিভিন্ন নথি ধ্বংস করে ফেলতে পারে।  রোববার (১৭ নভেম্বর) লোপবুরি পুলিশ জানিয়েছে, বানর তাড়াতে ট্রাফিক পুলিশ এবং গার্ড ডিউটিতে থাকা কর্মকর্তাদের ডাকা হয়েছে।  সোমবারও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এখনো প্রায় এক ডজন বানর থানার ছাদে রয়ে গেছে। পুলিশ রাস্তায় নেমে তাদের আবাসিক এলাকা থেকে দূরে সরানোর জন্য কাজ করে যাচ্ছে। এজন্য তাদের খাবার সরবরাহ করা হচ্ছে। 
Read Entire Article