পুরো ক্যারিয়ারেই পাগলাটে সব কাণ্ডের জন্য আলোচিত লুইস সুয়ারেজ। কামড় কাণ্ড যার মধ্যে অন্যতম। এবার জন্ম দিয়েছেন থুতু কাণ্ডের! লিগস কাপ ফাইনালে ইন্টার মায়ামির স্ট্রাইকার প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু মেরেছিলেন। অভব্য আচরণে তাকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আয়োজক কমিটি।
ঘটনাটা গত রবিবারের। ফাইনালে মায়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল। শেষ বাঁশির পর উত্তেজনা চরমে উঠলে... বিস্তারিত