‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর ফুটবলাররা স্থানীয় হিসেবে খেলতে পারবেন’

3 months ago 43

ফর্টিস এফসি ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দিয়ে বৃহস্পতিবার শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সে সঙ্গে শেষ হলো ২০২৪-২৫ ফুটবল মৌসুম। এই মৌসুম শেষ হতেই নতুন মৌসুম ২০২৫-২৬ এর পদধ্বনি। ১ জুন রোববার থেকে শুরু হবে নতুন মৌসুমের খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রম। চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

বৃহস্পতিবার বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সভায় নতুন মৌসুম নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও চারটি টুর্নামেন্ট হবে।

বিদায়ী মৌসুমে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপের সাথে এই মৌসুমে যোগ হবে স্বাধীনতা কাপ ও সুপার কাপ। সুপার কাপে খেলবে সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার দল মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ।

নতুন মৌসুমের ফুটবল মাঠে গড়াবে ১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশি কোটা ৬ জন থেকে কমিয়ে ৫ জন করা হয়েছে। খেলতে পারবেন ৪ জন। নতুন সিদ্ধান্ত হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর ফুটবলাররা স্থানীয় হিসেবে খেলবেন। এ নিয়ম ভারতে শুরু হয়েছে। দ্বিতীয় দেশ হিসেবে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

বাফুফের নির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি ও অ্যাডহক কমিটির কোনো সদস্য বেঞ্চে থাকতে পারবেন না। আগামী মৌসুমে শুধু চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হবে। প্রতিটি ক্লাবকে পাঁচজন বয়সভিত্তিক খেলোয়াড় নিবন্ধন করতে হবে এবং একজনকে একাদশে রাখতে হবে।

আরআই/আইএইচএস/

Read Entire Article