দক্ষিণ-পশ্চিমে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রি

3 weeks ago 14

শীত জেঁকে বসেছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। কুয়াশাচ্ছন্ন সকালে আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বেশ শীত অনুভূত হয়।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৯৫% বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের কর্মকর্তা রাকিবুল হাসান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা যায়, শীতের সকালে গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে খেটে খাওয়া মানুষের ছুটে চলা। গাছ থেকে গাছিদের খেজুর রসের হাড়ি নামানো। সেই রস থেকে গুড়-পাটালি তৈরি। আর গৃহিণীদের কুমড়ো কলায়ের সুস্বাদু বড়ি বসানো-অগ্রাহায়নে এমন দৃশ্যের এখন দেখা মেলে চুয়াডাঙ্গায়। এদিকে হঠাৎ করেই শীত জেঁকে বসায় জনজীবনে কিছুটা শীতের প্রভাব লক্ষ করা গেছে।

ভ্যানচালক সাদেক আলী বলেন, সকালে ঠান্ডায় ভ্যানের হ্যান্ডেল ধরা যাচ্ছে না। ইটভাটা শ্রমিক তরিকুল বলেন, এতো শীত যে ভোরে ভাটায় গিয়ে কাদাপানিতে ইট কাটা যাচ্ছে না। ঠান্ডায় হাত আকাটা হয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের কর্মকর্তা রাকিবুল হাসান কালবেলাকে বলেন, এখন থেকে এ অঞ্চলের তাপমাত্রা কমতেই থাকবে। শীতের তীব্রতাও বেড়ে যাবে। কর্কট ক্রান্তি রেখা বরাবর চুয়াডাঙ্গার অবস্থান হওয়ায় শীত মৌসুমে প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়।

Read Entire Article