দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

1 day ago 4
বলিউড অভিনেত্রী সানি লিওন এখন তিন সন্তানের মা। তবে তার মাতৃত্বের যাত্রাটা অন্যদের মতো নয়—প্রথম কন্যাসন্তান এসেছেন দত্তকের মাধ্যমে, আর দুই যমজ ছেলে জন্ম নিয়েছে সারোগেসিতে। এ নিয়ে ভক্তদের মনে প্রশ্ন—কেন নিজে গর্ভধারণ করলেন না তিনি? উত্তর মিললো সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে। সোহা আলির সঞ্চালনায় পডকাস্টে সানি খোলামেলা জানালেন, ছোটবেলা থেকেই তার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। সেই ভাবনা থেকেই স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ২০১৭ সালে দত্তক নেন কন্যা নিশা কউর ওয়েবারকে। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ছেলে নোয়া ও অ্যাশর। নিজে গর্ভে সন্তান ধারণ না করার কারণ জানাতে গিয়ে সানি স্পষ্ট বলেন, ‘আমি কখনোই গর্ভধারণ করতে চাইনি। আমি জানতাম, আমার জন্য মাতৃত্বের পথটা ভিন্ন হবে।’ সানি আরও জানান, সারোগেসির মাধ্যমে মা হওয়ার সময় ওই নারীকে প্রতি সপ্তাহে একটি মোটা অঙ্কের টাকা দেওয়া হতো। সেই টাকায় সারোগেট মা একটি বাড়ি কিনে ফেলেন, এমনকি বিয়েও করেন বেশ জমকালোভাবে। পডকাস্টে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। তিনি নারীর স্বাস্থ্য ও মাতৃত্ব নিয়ে আলোচনা করেন। আর সানির ভাষায় ‘সন্তান দত্তক, সারোগেসি বা গর্ভধারণ—যেভাবেই পরিবার তৈরি হোক না কেন, মায়ের অনুভূতি সবার জন্য এক।’ উল্লেখ্য, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি লিওন। একসময় দু’জনই প্রাপ্তবয়স্ক কনটেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও পরে বলিউডে নিয়মিত অভিনয় শুরু করেন সানি। বর্তমানে তিন সন্তানকে ঘিরেই তার সংসার ও ব্যস্ততা।
Read Entire Article