দফায় দফায় টাকা দাবি, স্বামীর মামলায় স্ত্রীকে আদালতে তলব

2 months ago 18

গাইবান্ধায় চন্দনা রাণী প্রতিমা (৩২) নামের এক নারীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন তার স্বামী রবীন্দ্রনাথ কর্মকার (৪২)। অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতের বিচারক মো. জান্নাতুল ইসলাম এ সমন জারি করেন।

নির্যাতনের শিকার রবীন্দ্রনাথ কর্মকার জেলার সুন্দরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত জোগেশ চন্দ্র কর্মকারের ছেলে।

বাদীর আইনজীবী আবেদুর রহমান সবুজ মামলা ও সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০০৬ সালে সনাতন ধর্মের রীতি অনুযায়ী প্রতিমা রাণী ও রবীন্দ্রনাথ কর্মকারের বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই স্ত্রী ও তার পরিবার টাকার দাবিতে চাপ সৃষ্টি করে। রবীন্দ্রনাথ তার স্ত্রীকে ১৩ শতক জমি কিনে দেন। তাতেও সন্তুষ্ট না হয়ে বাড়ির ভিটের আরও ৩৫ শতক জমি বা ৩০ লাখ টাকা দাবি করা হয়।

গত ৯ মে বিকেলে তার স্ত্রী এবং শাশুড়ি ঘর থেকে নগদ ২৫ লাখ টাকা, ২২ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে নাবালিকা মেয়েদের নিয়ে চলে যান। রবীন্দ্রনাথ কর্মকার বারবার চেষ্টা করেও স্ত্রীকে সংসারে ফেরাতে ব্যর্থ হন। পরে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলে তার স্ত্রী সাফ জানিয়ে দেন, দাবিকৃত টাকা না পেলে তিনি আর সংসার করবেন না।

রবীন্দ্রনাথের দাবি, টাকা চাওয়ার কথোপকথনের ভয়েস রেকর্ডও রয়েছে তার কাছে।

এ এইচ শামীম/এসআর/এএসএম

Read Entire Article