দম্পতি হয়ে ফিরছেন আফজাল-মৌ

2 hours ago 4

দীর্ঘদিন পর জুটি হয়ে ফিরছেন তারা। আর সেটাও হতে যাচ্ছে ঈদের বিশেষ নাটকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঈদের নাটকে একসঙ্গে অভিনয় করলেন দেশের নন্দিত দুই তারকা আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে তাদের স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

পরিচালক জানান, নাটকের গল্পটি হৃদয় ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। যদিও অনেকের সঙ্গে মিলছিল না বোনম্যারো, একসময় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।

নাটকটির রচনা করেছেন ফারিয়া হোসেন এবং এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ। এর শুটিং শেষ হয়েছে গত সোমবার।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির উজ্জ্বল দুই নক্ষত্র। তাদের সাথে কাজ না করলে বুঝতে পারতাম না একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ। মৌয়ের পেশাদারীত্ব আমাকে মুগ্ধ করেছে। অনেক যত্ন নিয়ে ছবিটি তৈরি করেছি। আশা করছি ঈদের বিনোদনের অনেক আয়োজনের ভিড়ে আমাদের নাটকটি সবর নজর কাড়বে।’

আফজাল-মৌ জুটিও নাটকটি নিয়ে আশাবাদী। তারা দর্শককে আমন্ত্রণ জানিয়েছেন, প্রচারের পর এটি উপভোগের জন্য।

নাটকটি রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত হয়েছে। আসছে ঈদুল ফিতরে এই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘কোনো একদিন’।

এলআইএ/এএসএম

Read Entire Article