ঢাকা কলেজ শাখা ছাত্রদলের হল কমিটি বিলুপ্ত

3 hours ago 4

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সব হল কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা কলেজ শাখার অধীন সব হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগির ওই হল ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

জানা যায়, ২০২২ সালের ২৪ আগস্ট ঢাকা কলেজ ছাত্রদলের স্নাতক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৭টি আবাসিক হলের মধ্যে ৬টি হলে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ হল কমিটি গঠনের ঘোষণা দিলেও দুই বছরের অধিক সময় পার হওয়ার পরও কমিটি ঘোষণা করেনি। এর মধ্যেই গত ২৩ ডিসেম্বর পূর্বের ঢাকা কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, হল কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। বিগত সময়ে হামলামামলাসহ বিরূপ পরিবেশ পরিস্থিতির কারণে ক্যাম্পাসে ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারেনি। এজন্য বিগত সময়ে হল কমিটিগুলো সঠিক সময়ে দেওয়া সম্ভব হয়নি। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে হল কমিটি ঘোষণা করা হবে।

এনএস/কেএসআর/জিকেএস

Read Entire Article