ফরিদপুরে মাঘী পূর্ণিমায় পুণ্যস্নানে ভক্তদের ঢল

2 hours ago 3

ফরিদপুরের বোয়ালমারীতে মাঘী পূর্ণিমা উপলক্ষে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান ও নানা আয়োজনের পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী গ্রাম্যমেলা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরের কয়ড়া কালীবাড়ি সংলগ্ন চন্দনা-বারাসিয়া নদে এ পুণ্যস্নান হয়।

কয়রা কালী মন্দির কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। মাঘী পূর্ণিমা তিথিতে এ পুণ্যস্নানের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করে নিজেদের পাপ মোচন করেন। কালী বাড়ির নদের ঘাটে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নামে।

গঙ্গাস্নানের অংশ হিসেবে কুমার নদের এ ঘাটে পবিত্র হতে এ স্নান করা হয়। মা গঙ্গা মন্ত্র, আসমান, সূর্যাগ্য মন্ত্র এরকম নানা মন্ত্র পাঠ করা হয়।

রাজবাড়ীর বালিয়াকান্দী থেকে আগত সুস্মিতা রানী মন্ডল জাগো নিউজকে বলেন, প্রায় ১০ বছর ধরে এখানে আসি। পরিবারের সদস্যদের নিয়ে এবারও এসেছি। এবারও স্নান করে মন্ত্র পাঠ করে প্রসাদ গ্রহণ করেছি।

মাদারীপুর থেকে স্নান করতে আসা কবিতা রানী বিশ্বাস জাগো নিউজকে বলেন, প্রতিবছর মাঘী পূর্ণিমায় এ স্নান হয়। ছোটকাল থেকেই পরিবারের সঙ্গে স্নানে অংশ নেই। এখানে এসে স্নানের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করে নিজেদের পাপ মোচনের চেষ্টা করি।

এ বিষয়ে কয়রা কালী মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা জাগো নিউজকে বলেন, কয়েক শত বছর ধরে কয়রা কালিমন্দির সংলগ্ন কুমার নদে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। জেলা-উপজেলা ও দেশের বাইরে থেকে এখানে ভক্তরা আসেন। স্নান শেষে সবাইকে প্রসাদ দেওয়া হয়। এছাড়া সপ্তাহব্যাপী গ্রাম্য মেলা চলে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েনের পাশাপাশি সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম

Read Entire Article