দর্শক পাচ্ছে না রাজ-ফারিণের ‘ইনসাফ’

2 months ago 5

ময়মনসিংহের ‘ছায়াবাণী’ সিনেমা হলে চলছে ‘ইনসাফ’ সিনেমাটি। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ছবিটিতে শরীফুল রাজের বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ। ছবিটি আশানুরূপ দর্শক পাওয়া যাচ্ছে না। কোনো কোনো শোতে সর্বোচ্চ ৭ জন, আবার কোনো শোতে ২-৩ জন দর্শক দেখছেন সিনেমাটি। আবার কোন শোতে দর্শক একজনও পাওয়া যাচ্ছে না।

দর্শক শূন্য অবস্থায় শো বন্ধও রাখা হচ্ছে। ফলে দর্শক স্বল্পতায় ঝিমিয়ে ঝিমিয়ে সময় পার করছেন টিকিট মাস্টার, ম্যানেজারসহ কর্মচারীরা।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার শোতে গিয়ে দেখা যায়, টিকিট কেটে মাত্র ৪ জন দর্শক সিনেমা দেখছেন। যথাসময়ে শুরু হয়েছে সিনেমা। দর্শক কম থাকায় মানুষের কোন সাড়াশব্দ নেই।

দর্শক পাচ্ছে না রাজ-ফারিণের ‘ইনসাফ’

খোঁজ নিয়ে জানা যায়, হলটির ভিআইপিতে ৪০টি সিট, ডিসিতে ৩১২টি সিট ও প্রথম শ্রেণিতে ৪০০ সিট রয়েছে। গত শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা থেকে ‘ইনসাফ’ সিনেমার শো শুরু হয়েছে। এরপর থেকে প্রতিদিন পাঁচটি শো চলছে। সকালের শোর পর বেলা সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৯টায় শো চলমান রয়েছে।

শো শুরুর প্রথমদিন থেকে দর্শক স্বল্পতায় ভুগছে হলটি। এখন পর্যন্ত ৭৪২টি সিটের বিপরীতে একেকটি শোতে ১০ থেকে ১৫ জন দর্শক পাওয়া যাচ্ছে। এরমধ্যে প্রথমদিন শুক্রবার বেলা সাড়ে ১২টা ও সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার শো দেখতে একজনও টিকিট কাটেনি। এমতাবস্থায় শো বন্ধ রাখতে বাধ্য হয়েছে হলো কর্তৃপক্ষ।

দর্শক পাচ্ছে না রাজ-ফারিণের ‘ইনসাফ’

রাত সাড়ে ৯টার শোতে ‘ইনসাফ’ সিনেমা দেখতে আসেন আবু নাঈম। সিনেমা দেখা শেষে তিনি জাগো নিউজকে বলেন, ‘দুই বন্ধু নগরীর জয়নুল আবেদীন উদ্যানে আড্ডা দিচ্ছিলাম। অনেকদিন যাবত সিনেমা দেখা হয় না। পরে দুই বন্ধু সিদ্ধান্ত নিয়ে সময় কাটাতে হলে চলে আসি। কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও তার বিপরীতে থাকা চিত্রনায়ক শরীফুল রাজের অভিনয়সহ মূখ্য এক চরিত্রে থাকা অভিনেতা মোশাররফ করিমের অভিনয় ভালো লেগেছে। এছাড়া চঞ্চল চৌধুরীর নতুন লুক আলাদা আকর্ষণ করেছে। তবে দর্শক স্বল্পতার কারণে সিনেমা দেখে তেমন আনন্দ পাওয়া যায়নি। হলে ছিল না কোন সাড়াশব্দ, ফলে চিপস খেতে খেতে চুপচাপ সিনেমা দেখে হল থেকে বের হয়েছি।’

আকরামুল ইসলাম নামের আরেকজন দর্শক বলেন, ‘চঞ্চলকে দেখা গিয়েছে এক ন্যাড়া লুকে। সাথে রক্তমাখা এক দা রেখে শান্তভাবে ভায়োলিন বাজাচ্ছেন। রহস্যময় চরিত্রে তাকে দেখে সিনেমা আরও উপভোগ্য হয়েছে।’

দর্শক পাচ্ছে না রাজ-ফারিণের ‘ইনসাফ’

‘ছায়াবাণী’ সিনেমা হলের ক্যাশিয়ার মো. আল আমিন জাগো নিউজকে বলেন, ‘একেকটি শোতে ৫ থেকে সর্বোচ্চ ১৫ জন দর্শক পাওয়া যাচ্ছে। ‘ইনসাফ’ সিনেমার শো শুরুর প্রথমদিন থেকে এ পর্যন্ত দুইটি শোতে একজন দর্শকও আসেনি। তখন শো বন্ধ রাখা হয়েছে। এমন দর্শক স্বল্পতা চলমান থাকলে আগামী শুক্রবার ‘ইনসাফ’ সিনেমা প্রদর্শনী বন্ধ রাখা হবে।’

দর্শক না আসার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা যথেষ্ঠ দর্শক টেনেছিল। তবে পাইরেসির কারণে ধীরে ধীরে হলে দর্শক কমে যায়। ঈদের পর মানুষ আবারও কর্মব্যস্ত হয়ে গেছে।’

দর্শক পাচ্ছে না রাজ-ফারিণের ‘ইনসাফ’

তিনি আরও বলেন, ‘ইনসাফ’ সিনেমা প্রদর্শনী শুরু করার আগের দুইদিন বিভিন্ন এলাকায় মাইকিংসহ পোস্টার সাঁটিয়ে ব্যাপক প্রচারণা করা হয়েছে। তবুও আশানুরূপ দর্শক আসছে না। এজন্য দর্শকদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানসম্মত সিনেমা নির্মাণ করতে হবে।’

কামরুজ্জামান মিন্টু/এমএমএফ/এলআইএ/এএসএম

Read Entire Article