দলবদলের এক দিন পর সাবেক ছাত্রলীগ নেতা আটক 

কুমিল্লায় বিএনপিতে যোগদানের এক দিন পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  সোমবার (২২ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত শহীন মিয়া বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিকভাবে শাহীন দেবিদ্বারের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। গত রোববার সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগদান করেন তিনি। তাদেরকে মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে তাকে দলে বরণ করে নেন।  এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শামসুল আলম শাহ বলেন, দেবিদ্বার বড়শালঘর থেকে শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।   

দলবদলের এক দিন পর সাবেক ছাত্রলীগ নেতা আটক 
কুমিল্লায় বিএনপিতে যোগদানের এক দিন পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  সোমবার (২২ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত শহীন মিয়া বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিকভাবে শাহীন দেবিদ্বারের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। গত রোববার সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগদান করেন তিনি। তাদেরকে মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে তাকে দলে বরণ করে নেন।  এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শামসুল আলম শাহ বলেন, দেবিদ্বার বড়শালঘর থেকে শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow